কানাডায় ভয়াবহ দাবানল: ১৫ হাজার বাড়ি খালি করার নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪:৩২ অপরাহ্ন, ১৯শে আগস্ট ২০২৩
কানাডার ব্রিটিশ কলম্বিয়া রাজ্যে চলছে ভয়াবহ দবানল। এর ফলে ১৫ হাজার ঘরবাড়ি খালি করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ওই অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে বলা হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, ওয়েস্ট কেলোনা এলাকায় অনেক বাড়ি পুড়ে গেছে। ওই এলাকায় ৩৬ হাজার বাসিন্দা বসবাস করে। প্রায় আড়াই হাজার বাড়ির বাসিন্দাদের অন্য স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: শিলিগুড়িতে বিয়ে করলেন ২ নারী!
বর্তমানে গোটা প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ব্রিটিশ কলম্বিয়ায় শত শত দাবানল এখনও জ্বলছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রসহ ৩ দেশে করোনার নতুন ধরন শনাক্ত
ব্রিটিশ কলম্বিয়া থেকে শুরু করে পূর্বাঞ্চলের কিউবেক পর্যন্ত ভয়াবহ রূপ নিয়ে সব কিছু পুড়ে ছাই করে দিচ্ছে। সূত্র: বিবিসি
জেবি/এসবি