‘একা একা খেতে চাও’ বিজ্ঞাপনের মডেল সাদ আর নেই


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১:০৯ অপরাহ্ন, ২০শে আগস্ট ২০২৩


‘একা একা খেতে চাও’ বিজ্ঞাপনের মডেল সাদ আর নেই
ছবি: সংগৃহীত

বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত দেশের জনপ্রিয় বিজ্ঞাপন ‘একা একা খেতে চাও দরজা বন্ধ করে খাও’। টিভি পর্দায় সংলাপটি নিয়ে হাসিমুখে হাজির হতো ছোট্ট এক ছেলে। চিপসের বিজ্ঞাপনের সেই ছোট্ট ছেলেটির নাম সাদ হোসেন। শুক্রবার (১৮ আগস্ট) না ফেয়ার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। 


জানা যায়, কিডনিজনিত অসুখে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন সাদ। সোশ্যাল মিডিয়ায় সাদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন তার স্ত্রীর ছোট ভাই আরিফ আকতার শাকিব।


আরও পড়ুন: আবারও সাইফুল বারী’র গানে হাফিজ বাউলা


তিনি লিখেছেন, “আমার বোনজামাই সাদ হোসেন আর নেই। সবাই তার জন্য দোয়া করবেন।”


আমেরিকার নিউইয়র্কে পরিবার ও স্ত্রী-সন্তানকে নিয়ে বাস করতেন সাদ। সেখানেই মৃত্যবরণ তিনি। আমেরিকাতেই সাদকে সমাহিত করা হবে বলে জানা গেছে।


জেবি/এসবি