Logo

উত্তরপ্রদেশে মুসলিম দম্পতিকে পিটিয়ে হত‍্যা!

profile picture
জনবাণী ডেস্ক
২১ আগস্ট, ২০২৩, ০২:৩৪
27Shares
উত্তরপ্রদেশে মুসলিম দম্পতিকে পিটিয়ে হত‍্যা!
ছবি: সংগৃহীত

উত্তরপ্রদেশের সীতাপুর গ্রামের বাসিন্দা প্রৌঢ় আব্বাস এবং তাঁর স্ত্রী কামরুল নিশা।

বিজ্ঞাপন

ফের ধর্মের কারণে হিংসা ভারতের উত্তরপ্রদেশে হিন্দু মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছেলের। সেই অপরাধে উত্তরপ্রদেশের সীতাপুর এলাকায় বেদড়ক পিটিয়ে হত‍্যা করল মুসলিম দম্পতিকে। অভিযুক্ত ছেলের প্রেমিকার বাবা ও তাঁর প্রতিবেশীরা। জানা যায়, উত্তরপ্রদেশের সীতাপুর গ্রামের বাসিন্দা প্রৌঢ় আব্বাস এবং তাঁর স্ত্রী কামরুল নিশা।

অভিযোগ, শুক্রবার (১৮ আগস্ট ) আব্বাস এবং নিশার উপর ক্ষিপ্ত হয় তাঁদেরই প্রতিবেশী কয়েকজন। লাঠি সোটা নিয়ে বেদড়ক মারধর করা হয় তাঁদের। এর ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দম্পতির। অভিযুক্তরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে পালায়। যদিও পরে সীতাপুর পুলিশ ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে। আরও ২ জনের খোঁজে তল্লাশি চলছে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ওই দম্পতির ছেলের সঙ্গে পাশের প্রতিবেশীর এক হিন্দু তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। ২০২০ সালে একবার ওই তরুণীকে নিয়ে পালিয়ে ও যায় মৃত আব্বাসের ছেলে। সে সময় ওই তরুণী নাবালিকা ছিলেন। ফলে আব্বাসের ছেলের বিরুদ্ধে মামলা করে ওই তরুণীর পরিবার। তাঁকে গ্রেফতার করে জেলেও পাঠায় পুলিশ। সদ‍্যই মৃত প্রৌঢ়ের ছেলে জেল থেকে ছাড়া পেয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, ওই তরুণীর পরিবারের আশঙ্কা ছিল, আব্বাসের ছেলে ফের তাঁদের মেয়েকে নিয়ে পালিয়ে যেতে পারে। সেই আশঙ্কা থেকে ওই যুবককে ভয় দেখানোর জন‍্য তাঁর বাবা- মায়ের উপর হামলা চালায় অভিযুক্তরা। কিন্তু মারের চোটে তাঁদের মৃত্যু হয়। সঙ্গে সঙ্গে ওই তরুণীর বাবা সহ ৫ অভিযুক্ত পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্ত সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সীতাপুর পুলিশ সুপার চক্রেশ মিশ্র বলেন, “কয়েক বছর আগে আব্বাসের ছেলে পাশের বাড়ির মেয়েকে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা করে আব্বাসের ছেলেকে গ্রেফতার করা হয়েছিল। তারপর এদিন এই ঘটনা।” এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD