রোজা শুরু কত তারিখ থেকে?


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


রোজা শুরু কত তারিখ থেকে?

২০২২ সালের রোজা কত তারিখে হবে? এমন জিজ্ঞাসা প্রশ্ন অনেকের। আবার কেউ কেউ জানতে চান- এই বছরের শবে বরাত শবে কদর কবে। 

রমজান মাস সারা বিশ্বের মুসলিমদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর রোজা ইসলামের তৃতীয় স্তম্ভ। রোজা একটি ফরজ ইবাদত। হিজরি সনের নবম মাস রমজানে অত্যন্ত মর্যাদা ভাব-গাম্ভীর্যের সঙ্গে রমজান পালন করা হয়ে থাকে।।

হিজরি সনের মাসগুলো মূলত চাঁদ দেখার উপর নির্ভরশীল। তাই রমজান মাস কত তারিখে কিংবা কোন দিন শুরু হবেতা নিশ্চিত করে বলা অনেকটা অসম্ভব। তবে আধুনিক বিজ্ঞান জৌতিশাস্ত্রের কল্যাণে এখন আগে থেকে জেনে নেওয়া সম্ভব যে, রমজানের রমজানের চাঁদ কিংবা ঈদুল ফিতর বা শাওয়াল মাসের চাঁদ কবে উদিত হচ্ছে। ফলে আগামী ২০২২, ২০২৩, ২০২৪, ২০২৫ এমনকি ২০২৬ সাল পর্যন্ত নতুন চাঁদের উদয়সহ নানা কিছু হিসেবে করে রেখেছে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান।

বছর রোজা কত তারিখে?

<