মেক্সিকোতে ট্রেলার-বাস সংঘর্ষে নিহত ১৬


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০:৪৬ পূর্বাহ্ন, ২৩শে আগস্ট ২০২৩


মেক্সিকোতে ট্রেলার-বাস সংঘর্ষে নিহত ১৬
ছবি: সংগৃহীত

মেক্সিকোতে ট্রেলারের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ১৬ জন প্রাণহানি হয়েছে। এ ঘটনায় হয়েছেন আরও ৩৬ জন।


মঙ্গলবার (২২ আগস্ট) স্থানীয় সময় ভোরে দেশটির মধ্যাঞ্চলের মিয়া হুয়াতলান-কোইক্সটলাহুয়াকা মহাসড়কে এদুর্ঘটনা ঘটে।


বার্তাসংস্থা রয়টার্স বলছে, দুর্ঘটনাকবলিত বাসটিতে ৫২ জন আরোহী ছিলেন। নিহতদের মধ্যে ১৫ জন মেক্সিকান এবং একজন ভেনেজুয়েলার নাগরিক। আহত ৩৬ জন যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।


আরও পড়ুন: পুকুরে মাছ চাষের কাজ করতে গিয়ে বিদ‍্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু!


মেক্সিকোর আইএনএম মাইগ্রেশন ইনস্টিটিউট জানিয়েছে, বাসে ভ্রমণকারী ৫২ জন যাত্রীর মধ্যে ১০ জন ভেনেজুয়েলার নাগরিক ছিলেন। যুক্তরাষ্ট্রে বৈধভাবে প্রবেশের জন্য তাদের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে।


আরও পড়ুন: থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন


এর আগে  চলতি মাসের শুরুতে পশ্চিম মেক্সিকোতে মহাসড়ক থেকে একটি বাস খাদে পড়ে ১৮ জন নিহত হন। তার আগে গত মাসে দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওক্সাকাতে বাস দুর্ঘটনায় ২৯ জন নিহত হয়েছিলেন। তার আগে পৃথক দুটি দুর্ঘটনায় ২৫ জন নিহত হন।


জেবি/এসবি