মৌখিকভাবে আমাকে ধর্ষণ করা হয়েছে: স্বস্তিকা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২:৪৭ অপরাহ্ন, ২৩শে আগস্ট ২০২৩
কালকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। একদম ঠোঁটকাটা স্বভাবের তিনি। পর্দায় সাহসী রূপে হাজির হয়ে বারবার আলোচনায় এসেছেন তিনি। এখন অভিনয়ে খুব বেশি একটা নিয়মিত না হলেও আলোচনায় থাকেন সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি শরীরে তোয়ালে জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে হয়েছেন কটাক্ষের শিকার। কটু কথার সাথে সাথে বেশ অশ্লীল বাক্য ব্যবহার করেছেন মন্তব্যকারীরা। তবে বরাবরের মতো এবারও কটাক্ষ নিয়ে মুখ খুললেন এ অভিনেত্রী। স্বস্তিকা বলেন, “আমাকে মৌখিকভাবে ধর্ষণ করা হয়েছে। ইনস্টাগ্রামে শরীরে তোয়ালে দিয়ে চারটি ছবি পোস্ট করেছিলাম।”
আরও পড়ুন: জন্মদিনে 'তারা' উপহার পেলেন শ্রাবন্তী
তিনি আরও বলেন, আমার পরিচিতদ মানুষের কথা তো পাত্তাই দেই না। তবে ৯০ শতাংশ কমেন্টে আমাকে মৌখিকভাবে ধর্ষণ করা হয়েছে। যতটা খারাপ ভাষায় প্রয়োগ করা যায়, ততটাই করেছে। এখন কি এক সমাজে বসবাস করছি কিংবা পৌঁছে গেছি বা আরও যে কি দেখার বাকি আছে তার অপেক্ষায় রইলাম।
জেবি/এসবি