মিজোরামে রেল সেতু ভেঙে ১৭ শ্রমিক নিহত
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০৩:০৭ অপরাহ্ন, ২৩শে আগস্ট ২০২৩
ভারতের মিজোরামে নির্মীয়মাণ রেল সেতু ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ১৭ জনের প্রাণহানির চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে।
এ ঘটনায় মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, জোরকদমে উদ্ধার কাজ চলছে।
সংবাদ সংস্থা সূত্রে প্রকাশ, বুধবার (২৩ আগস্ট ) সকাল ১০ টায় সেতু তৈরির কাজ চলাকালীন হঠাৎ নির্মীয়মাণ অংশ ভেঙে পড়ে। তার তলায় চাপা পড়েন অনেকে। অন্তত ৩৫ থেকে ৪০ জন শ্রমিক সেই সময় ওখানে কাজ করছিলেন। এখনও পর্যন্ত ১৭ টি মৃতদেহ ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা হয়েছে। ভিতরে আরও অনেক আটকে পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন: রাজস্থানে ট্রাকের ধাক্কায় নিহত ৬
যুদ্ধাকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে। মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আইজলে ব্রিজ বিপর্যয় নিয়ে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও।
আরও পড়ুন: মিনিবাস ও অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত ২
মালদহ থেকে বেশ কয়েকজন সেখান কাজ করতে গিয়েছেন। তাঁদের অবস্থা জানার জন্য তিনি মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন।
জেবি/এসবি