সরকারের দুর্নীতি লুটপাটের কারণেই সবকিছুর দাম বাড়ছে: গয়েশ্বর
16Shares

ছবি: সংগৃহীত
সরকারের দুর্নীতি লুটপাটের কারণেই দেশে দ্রব্যমূল্য ও গ্যাস-বিদ্যুতের দাম বাড়ছে। মেগা প্রজেক্টের নামে দেশে চলছে মেগা দুর্নীতি। মঙ্গলবার (১ মার্চ) নিত্য ...
বিজ্ঞাপন
সরকারের দুর্নীতি লুটপাটের কারণেই দেশে দ্রব্যমূল্য ও গ্যাস-বিদ্যুতের দাম বাড়ছে। মেগা প্রজেক্টের নামে দেশে চলছে মেগা দুর্নীতি। মঙ্গলবার (১ মার্চ) নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূলের ঊর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে মহানগর বিএনপি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় একথা বলেন।
দুপুরে নগরের অশ্বিনী কুমার হল চত্বরে বিএনপির কার্যালয়ের সামনের এ বিক্ষোভ সমাবেশে দলের স্থানীয় ও কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যোগ দেন।
বিজ্ঞাপন
এসময় গয়েশ্বর বলেন, এ নির্বাচন কমিশন দিয়ে চক্রান্ত করে আবারও ক্ষমতায় যাওয়ার আশা সরকারের পূরণ হবে না। সুষ্ঠু ভোট করতে চাইলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই করতে হবে।
সমাবেশ শুরুর আগে থেকেই বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। এসময় নেতাকর্মীরা সরকার পতনের স্লোগান দিতে দেখা যায়।
সমাবেশকে কেন্দ্র করে যে কোন ধরণের বিশৃঙ্খলা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য তৎপর ছিল।
বিজ্ঞাপন
এসএ/








