ক্যালিফোর্নিয়ায় বারে বন্দুক হামলা, নিহত ৫


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:৩২ অপরাহ্ন, ২৪শে আগস্ট ২০২৩


ক্যালিফোর্নিয়ায় বারে বন্দুক হামলা, নিহত ৫
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি বারে বন্দুক হামলায় কমপক্ষে ৫ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। বৃহস্পতিবার (২৪ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।


প্রতিবেদনে বলা হয়েছে, একজন অবসরপ্রাপ্ত আইন প্রয়োগকারী কর্মকর্তা বারে গুলি চালানোর পর প্রাণহানির এ ঘটনা ঘটে। এ হামলায় ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


আরও পড়ুন: রাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ওয়াগনার প্রধান প্রিগোজিন নিহত


বিষয়টি নিয়ে সামাজিকমাধ্যম প্ল্যাটফর্ম টুইটারে দেওয়া এক পোস্টে অরেঞ্জ কাউন্টি শেরিফ জানিয়েছেন, গুলিবর্ষণের পর সেখানে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে।


আরও পড়ুন: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগে শিক্ষক গ্রেফতার


এদিকে, সিবিএস-এর রিপোর্টে বলা হয়েছে, ট্র্যাবুকো ক্যানিয়নের কুকস কর্নার নামক একটি বাইকার বারে গুলি চালানোর এই ঘটনা ঘটে এবং সেখানে আইন প্রয়োগকারী বাহিনীর একাধিক টিম কাজ করছে।


জেবি/এসবি