তরুণ কলাম লেখক ফোরামের ঢাকা কলেজ শাখার কমিটি ঘোষণা
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০৬:২৩ অপরাহ্ন, ২৪শে আগস্ট ২০২৩
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ঢাকা কলেজ শাখার ২০২৩-২০২৪ বর্ষের জন্য কমিটির ঘোষণা করা হয়েছে।
উক্ত কমিটিতে অমিত হাসানকে সভাপতি এবং সাকিবুল হাসানকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। তাদের ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতর সেলে জমা দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাহদী হাসান মজুমদার ও সাধারণ সম্পাদক এস.এ.এইস ওয়ালিউল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ বিষয়ে ঢাকা কলেজ তরুন কলাম লেখক ফোরামের সদ্য নির্বাচিত সভাপতি অমিত হাসান বলেন, ২০২৩-২৪ কার্যবর্ষে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা কলেজ শাখার সভাপতির দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ।
ফোরাম আমার প্রতি আস্থা রাখায় কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সকলের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা ।আমি ঢাকা কলেজে অনার্স প্রথম বর্ষের ছাত্রাবস্থায় লেখালেখির প্রতি ভালো লাগা থেকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা কলেজ শাখার সদস্য হই এবং লেখালেখি চালিয়ে যাই । তারপর গত ২০২২-২৩ কার্যবর্ষে আমাদের ঢাকা কলেজ শাখার কার্যনির্বাহী কমিটিতে প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করি ।
আমি সবসময়ই চেষ্টা করেছি ফোরামের সাথে যুক্ত থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য।
উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।
তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করা, লেখালেখিতে তরুনদের অনুপ্ররণা দান সহ অসংখ্য সামাজিক কাজ করে থাকে সংগঠনটি।
আরএক্স/