ডাকসু নির্বাচনের প্রেস কার্ডে ভুলের ছড়াছড়ি, ফেসবুক জুড়ে সমালোচনার ঝড়
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০১:১০ এএম, ৮ই সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর)। এই নির্বাচনের সংবাদ সংগ্রহে সাংবাদিকদের জন্য প্রেস কার্ড ইস্যু করা হয়েছে। এসব প্রেস কার্ডে অনেক সাংবাদিকদের নাম ও পদবি ভুল লেখা হয়েছে। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনা চলছে। সাংবাদিকরাও এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর চিফ রিটার্নিং অফিসার স্বাক্ষরিত ইস্যুকৃত প্রেস কার্ডে দেখা গেছে, ডেইলি সান-এর স্টাফ করেসপন্ডেন্ট শেখ নাসির উদ্দিন-এর নাম লেখা হয়েছে শেখ নাসির উদ্দির। তার পদবি Staff Correspondent এর Stff বানানে a নেই। এখন টিভির স্টাফ রিপোর্টার মো. আজহারুজ্জামান-এর নাম ঠিক থাকলেও পদবি লেখা হয়েছে ‘স্যার রিপোর্টার’।
অপরদিকে, বাসসের Apprentice Reporter মো. আজম ইসলামের কর্মপ্রতিষ্ঠান Bangladesh Sangbad Sangstha এর স্থলে লেখা হয়েছে Sanghtha। সময়ের আলো পত্রিকার রিপোর্টার জাহেদুল ইসলামের নাম লেখা হয়েছে জাহেদুই ইসলাম। জি টিভির স্টাফ রিপোর্টার মাহি মুবাশশির হাসান- এর নাম ঠিক থাকলেও পদবি লেখা হয়েছে ‘রির্পোটার’।
আরও পড়ুন: ৭৫ বছর বয়সে বিএ পাস কৃষক সাদেক আলীকে বাউবির সংবর্ধনা
অপরদিকে চ্যানেল আইয়ের মাল্টিমিডিয়া জার্নালিস্ট মো. হারুন অর রশিদ-এর নাম লেখা হয়েছে মো: হারুর-অর-রশিদ।
কালবেলার মাল্টিমিডিয়া রিপোর্টার অন্তু মুজাহিদ এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘প্রিয় চিফ রিটার্নিং অফিসার, “আমার ছবিটিতে এভাবে অস্ত্রোপচার না চালালেও পারতেন। একান্ত প্রয়োজন হলে সমানভাবে কাটাছেঁড়া করা যেত না? নোটিশে বলতেন, আমরা স্ট্যাম্প সাইজের ছবি সরবরাহ করতাম। অনেকের নামের বানান ভুল, ভুলভাল পদবি এমনকি হাতের লেখারও বেহাল দশা। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে কি দক্ষ লোকবলের এতটাই সংকট পড়েছে? যে সাংবাদিকদের প্রেসকার্ডও সঠিকভাবে সরবরাহ করা গেল না!’
চ্যানেল টোয়েন্টিফোর অনলাইনের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বোরহান উদ্দিন বলেন, আমার নামের বানান লিখেছে বুরহান উদ্দিন। এটা ছোট ভুল। কিন্তু আমার পোর্টালের নাম লিখেছে “২৪ টিভি”। ডাকসু নির্বাচনের মতো এত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে এমন ভুল কর্তৃপক্ষের জন্য লজ্জাজনক।
আরও পড়ুন: সায়েমের জ্ঞান ফিরেছে, মামুনের খুলি এখনও ফ্রিজে
ডাকসু ও হল সংসদ নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, প্রায় ১২শ-১৩শ আইডি কার্ডের আবেদন জমা পড়েছিল। এত সংখ্যক আবেদন নিজেরা যাচাই করা সম্ভব হয়নি বলে বিষয়টি পিআরও সেকশনে দেওয়া হয়। সেখানে সাধারণ কর্মচারীরা বানান ভুলগুলো করেছে। তবে অফিসে যোগাযোগ করলে এসব ভুল সংশোধন করা যাবে। ভবিষ্যতে যেন আর এ ধরনের ভুল না হয়, সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে।
এমএল/