বিয়ে করছেন ব্যাচেলর পয়েন্টের হাবু
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬:২৬ অপরাহ্ন, ২৪শে আগস্ট ২০২৩
জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের হাবু। তার আসল নাম চাষী আলম। পারিবারিকভাবে তিনি বিয়ে করছেন বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, আগামীকাল শুক্রবার (২৫ আগস্ট) বিয়ে করছেন চাষী আলম। আজ রাতে রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজন করা হয়েছে অভিনেতার গায়ে হলুদের অনুষ্ঠান।
নাম প্রকাশ না করার শর্তে চাষী আলমের এক আত্মীয় সংবাদমাধ্যমকে, আজ বনানীর একটি রেস্তোরাঁয় অভিনেতার গায়ে হলুদের অয়োজন করা হয়েছে। আগামীকাল বিয়ে।
আরও পড়ুন: নিজের সৌন্দর্যের রহস্য প্রকাশ করলেন জায়েদ খান
শোবিজ অঙ্গনের সূত্র হতে পাওয়া খবর, পরিবার ও শোবিজ অঙ্গনের অনেকেই অংশ নেবেন তার হলুদের অনুষ্ঠানে। তবে বিষয়টি নিয়ে এখন কেউ কথা বলতে চাচ্ছেন না।
আরও পড়ুন: রাজ-পরী একসঙ্গে আছেন, ভালো আছেন
গেল কোরবানি ঈদে মুক্তি পায় চাষী আলম অভিনীত বেশ কয়েকটি নাটক। যা ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে ছিল বেশ কয়েক দিন। ওই নাটকগুলোর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে কাজল আরেফিন অমি নির্মিত দুটি নাটক ‘কিডনি’ ও ‘ফিমেল-৩’।
জেবি/এসবি