নিজের সৌন্দর্যের রহস্য প্রকাশ করলেন জায়েদ খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৪:১৪ অপরাহ্ন, ২৪শে আগস্ট ২০২৩
নানান কারণে সব সময় আলোচনায় থাকেন ঢালিউডের চিত্রনায়ক জায়েদ খান। যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার পর দুবাই গিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুবাই থেকে দেশে ফিরেছেন এ অভিনেতা।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমকর্মীরা ঘিরে ধরেন জায়দে খানকে। আলোচনায় থাকার কারণ হিসেবে জায়েদ খান বলেন, “আপনারা আলোচনায় রাখেন বলে আলোচনায় থাকি!”
তার হাতে সিনেমার কাজ নেই এমন প্রশ্নের উত্তরে জায়েদ খান বলেন, “আমার সিনেমা নেই, আপনাকে কে বলেছে? ‘সোনার চর’ কি আপনি করেছেন? বলতে পারেন অনেক দিন ধরে আমার সিনেমা রিলিজ হয় না। ‘বাহাদুরী’ সিনেমার কাজ শেষ করেছি, ‘সোনার চর’-এর ডাবিং শেষ করলাম। এগুলো সামনে মুক্তি পাবে।”
আরও পড়ুন: রাজ-পরী একসঙ্গে আছেন, ভালো আছেন
এসময় অন্য এক গণমাধ্যমকর্মী তাকে প্রশ্ন করেন, কীভাবে দিন দিন এত সুন্দর হচ্ছেন? জবাবে জায়েদ খান বলেন, “আপনাদের দোয়া, ভালোবাসা ও পাঁচ ওয়াক্ত নামাজ।”
আরও পড়ুন: শাহরুখ খানের নতুন নায়িকার নানাবাড়ি ময়মনসিংহে
এদিকে, জায়েদ খানকে আগামীতে দেখা যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায়। এতে টিক্কা খান চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল।
জেবি/এসবি