নারী কর কর্মকর্তাকে মারধর: প্রধান আসামিসহ গ্রেফতার ৩


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:৪২ অপরাহ্ন, ২৬শে আগস্ট ২০২৩


নারী কর কর্মকর্তাকে মারধর: প্রধান আসামিসহ গ্রেফতার ৩
ছবি: সংগৃহীত

রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকা থেকে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরের যুগ্ম কমিশনার পদমর্যাদার একজন নারী কর কর্মকর্তাকে মারধরের ঘটনায় প্রধান আসামি মাসুদসহ তিন জনকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (২৫ আগস্ট) রাতে গাজীপুরের শ্রীপুর ও রাজধানী সবুজবাগ এলাকার থেকে তাদের গ্রেফতার করা হয়।


শনিবার (২৬ আগস্ট) সকাল ৮ টা ১৮ মিনিটে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন  র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।


তিনি জানান, গ্রেফতারদের বিষয়ে কারওয়ানবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।


আরও পড়ুন: সাভারে শিক্ষক হত্যার রহস্য উদঘাটন, মূলহোতা ইমনসহ গ্রেফতার ৩


এর আগে গেল ১৮ আগস্ট রাত ৮ টার দিকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) যুগ্ম কমিশনার মাসুমা খাতুন মগবাজার থেকে নিজের গাড়িতে করে  এলাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে দিয়ে সিদ্ধেশ্বরীর বাসায় ফিরছিলেন। সোয়া ৮টার দিকে ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের সামনের রাস্তায় গাড়িটি পৌঁছালে একটি মোটরসাইকেল গাড়িতে ধাক্কা দেয়।


আরও পড়ুন: কাল যে ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বনানীতে


চালক গাড়িটি থামালে অপহরণকারী চক্রের সদস্যরা জোরপূর্বক গাড়ির চালকের কাছ থেকে চাবি কেড়ে নেয়। এরপর তারা মাসুমা খাতুন ও গাড়ি  চালক আনোয়ারকে মারধর শুরু করে। এক পর্যায়ে আনোয়ারকে গাড়ি থেকে বের করে দিয়ে মাসুমাকে তুলে অজ্ঞাতস্থানে নিয়ে যায় তারা। ওই রাতে সবুজবাগের একটি বাসার গ্যারেজে গাড়িটি ঢোকানো হয়। ওই গাড়িতেই আটকে রেখে তার ওপর নির্যাতন চালানো হয়।


জেবি/এসবি