শিলচরে সাংসদের বাড়ি থেকে শিশুর মৃতদেহ উদ্ধার !
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ১০:২৫ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৩
সাংসদ ডা. রাজদীপ রায়ের শিলচর রাধামাধব রোডের বাসভবন থেকে উদ্ধার হল ১০ বছরের শিশুর ঝুলন্ত মৃতদেহ। মরণোত্তর পরীক্ষার জন্য পুলিশ মৃতদেহ শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।
সাংসদ বাসভবন সূত্রে প্রকাশ, ছেলে ও মেয়েকে নিয়ে দীর্ঘদিন যাবত দেবীকা রায় পরিচারিকা হিসেবে সাংসদের বাড়িতে রয়েছেন। নিজেদের বাড়ি আমড়াঘাটে।
শনিবার (২৬ আগস্ট) বিকেলে দেবীকা মেয়েকে নিয়ে বেরিয়ে ছিলেন। ফিরে ছেলেকে খুঁজে পাচ্ছিলেন না। পরে অনেক খোঁজাখুঁজি করে দেখেন, সাংসদের বাড়িরই একটি বন্ধ ঘরে ফাঁসিতে ঝুলছে ষষ্ঠ শ্রেনীর পড়ুয়ার দেহ।
মায়ের অনুমান, ছেলে তাঁর মোবাইল ফোনটা চেয়েছিল, তিনি দেননি। এই অভিমানেই আত্মহত্যা করেছে। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আরএক্স/