ডাম্পারের সংঘর্ষে ২ বাইক আরোহীর প্রাণহানী
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ১০:৩১ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৩
আসামের ডিমা হাসাও জেলার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ২ বাইক আরোহী। এই দুর্ঘটনাটি সংগঠিত হয়েছে ডিমা হাসাও জেলার উমরাংশু লংকু পুলিশ ছাউনির অন্তগর্ত ২৮ কিলোতে।
শনিবার (২৬ আগস্ট) সকাল ১১ টায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে প্রকাশ, এএস০৯ জি ৮৪১৬ নম্বরের একটি বাইক ২ জন আরোহী উমরাংশু থেকে লংকার উদ্দেশ্যে যাচ্ছিলেন উল্টো দিক থেকে অর্থাৎ লংকা থেকে উমরাংশু অভিমুখে আসছিল এএস০৯ সি ৭৯৫৭ নম্বরের ডাম্পার গাড়ি। ২৮ কিলো এলাকায় বাইক ও ডাম্পারে মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই মৃত্যু কোলে ঢলে পড়েন ২ বাইক আরোহী। ডাম্পার গাড়িটির চালককে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
সড়ক দুর্ঘটনায় নিহত ২ ব্যক্তি যথাক্রমে ক্লোরসন থানসে (১৭) এবং পবিত্র বে (৩৯)। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ২ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাফলং সিভিল হাসপাতালে প্রেরণ করেন।
এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরএক্স/