লোকসভা নির্বাচনে ফের মোদির বিরুদ্ধে কংগ্রেসের পদপ্রার্থী রাহুল গান্ধী
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ১০:৫৯ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৩
ইন্ডিয়া জোটের ২য় বৈঠকে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানিয়েছিলেন, কংগ্রেস প্রধানমন্ত্রীর কুর্সি চায় না। এদিকে মুম্বইয়ে ৩য় বৈঠকের আগেই কংগ্রেসের আরেক নেতাই বড়সড় ঘোষণা করলেন।
ভারতের রাজস্থানে মুখ্যমন্ত্রী অশোক গেহলট দাবি করলেন, ২০২৪ লোকসভা নির্বাচনে কংগ্রেসের তরফে প্রধানমন্ত্রী পদপ্রার্থী। হচ্ছেন রাহুল গান্ধীই। অর্থাৎ আবার ও নরেন্দ্র মোদির বিরুদ্ধে নির্বাচনী ভোট যুদ্ধের লড়াইয়ের ময়দানে দেখা যাবে রাহুলকেই।
আরও পড়ুন: ডাম্পারের সংঘর্ষে ২ বাইক আরোহীর প্রাণহানী
এদিকে ইন্ডিয়া জোটের প্রসঙ্গ উঠতেই এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে অশোক গেহলট জানান, ২৬ টি বিরোধী দলের সঙ্গে আলোচনা করেই রাহুল গান্ধীকে নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: শিলচরে সাংসদের বাড়ি থেকে শিশুর মৃতদেহ উদ্ধার !
নরেন্দ্র মোদিকে খোঁচা দিয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী আরও বলেন, ২০১৪ সালে মাত্র ৩১ শতাংশ ভোট পেয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি। বাকি ৬৯ শতাংশই ওদের বিরুদ্ধে ছিল। কংগ্রেসের জন্যই ২০১৪ সালে প্রধানমন্ত্রী হয়েছিলেন মোদি। তিনি যথেষ্ট আশাবাদী, আসন্ন লোকসভা নির্বাচনে রাহুল গান্ধীকেই ভোট দিয়ে জেতাবেন দেশবাসী। ইন্ডিয়া জোটের উপরেই আস্থা রাখবেন সকলে।
জেবি/এসবি