বউও আমাকে ভাই বলে ডাকে: চাষী আলম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১:৪৪ পূর্বাহ্ন, ২৭শে আগস্ট ২০২৩
‘ব্যাচেলর পয়েন্ট’ -এর আলোচিত হাবু চরিত্রের অভিনেতা চাষী আলম। এই ধারবাহিকটিতে অভিনয় করে পেয়েছেন খ্যাতি। এরপর থেকে অভিনেতাকে সবাই ‘হাবু ভাই’ বলে ডাকেন।
শুধু যে ভক্তরাই ডাকেন তা কিন্তু নয়, বিয়ের পর অভিনেতার স্ত্রী তুলতুলও নাকি ‘হাবু ভাই’ বলেই ডাকছেন তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন তিনি।
শুক্রবার (২৫ আগস্ট) বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন চাষী আলম। পারিবারিক ভাবে বিয়ে হলেও স্ত্রীর সঙ্গে বিয়ের আগে থেকেই জানাশোনা ছিল তার।
চাষী আলম বলেন, “ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘হাবু ভাই’ চরিত্রটিতে অভিনয় করার পর থেকে সবাই আমাকে এই নামেই সম্বোধন করেন। আর বিয়ের পর তো এমন হয়েছে যে, আমার বউও আমাকে ‘হাবু ভাই’ বলে ডাকে। হা হা হা...।”
আরও পড়ুন: কাজে ফিরছেন ফারিয়া
এ সময় স্ত্রীর প্রশংসা করতেও ভোলেননি এ অভিনেতা। তিনি বলেন, ওপরওয়ালা তুলতুলকে আমাকে মিলিয়ে দিয়েছে। আমার বউটা লক্ষ্মী। সে খুবই আধুনিক এবং স্টাইলিস্ট। আমার মনে মতো। তুলতুলের চুল ও চোখ বেশি পছন্দ আমার। ওর চোখে গভীর মায়া আছে।
আরও পড়ুন: গান শোনাতে আবারও ঢাকায় আসছেন অঞ্জন দত্ত
গেল ঈদে মুক্তি পায় চাষী আলম অভিনীত বেশ কয়েকটি নাটক। যা ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে ছিল বেশ কয়েক দিন। ওই নাটকগুলোর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে কাজল আরেফিন অমি নির্মিত ২টি নাটক ‘কিডনি’ ও ‘ফিমেল-৩’।
জেবি/এসবি