প্রিগোজিনের মৃত্যু নিশ্চিত করল রাশিয়া


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৩


প্রিগোজিনের মৃত্যু নিশ্চিত করল রাশিয়া
ইয়েভগিনি প্রিগোজিন

রাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগিনি প্রিগোজিনের মৃত্যু বিষয়ে নিশ্চিত করেছে রাশিয়া।


বিধ্বস্ত প্লেন থেকে উদ্ধার করা ১০টি মরদেহের জেনেটিক বিশ্লেষণ করে  তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেশটির কর্তৃপক্ষ। 


রবিবার (২৭ আগস্ট) ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।


আরও পড়ুন: কে এই আলোচিত ইয়েভজেনি প্রিগোজিন?


এর আগে গত বুধবার (২২ আগস্ট) সন্ধ্যায় রাশিয়ায় একটি বিমান বিধ্বস্ত হয়ে ১০ জন মারা যান। সেই বিমানে যাত্রীদের তালিকায় নাম ছিল প্রিগোজিনের।


আরও পড়ুন: রাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ওয়াগনার প্রধান প্রিগোজিন নিহত


মরদেহের ডিএনএ পরীক্ষায় প্রিগোশিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে আজ রবিবার রাশিয়ার একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন।


জেবি/এসবি