শাহরুখের মান্নাতের সামনে বিক্ষোভ, পুলিশ মোতায়েন


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১:৪১ পূর্বাহ্ন, ২৮শে আগস্ট ২০২৩


শাহরুখের মান্নাতের সামনে বিক্ষোভ, পুলিশ মোতায়েন
শাহরুখ খান

বলিউড বাদশা শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’র সামনে বিক্ষোভ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পর্যন্ত পুলিশ মোতায়েন করা হয়।


জানান গেছে, স্থানীয় একটি সংগঠন অনটাচ ইয়ুথ ফাউন্ডেশনের সদস্যরা প্ল্যাকার্ড হাতে জড়ো হন মান্নাত’র বাইরে। তারা প্রতিবাদ জানাচ্ছেন অনলাইন গেমিং অ্যাপের বিরুদ্ধে।


বিক্ষোভকারীরা জানান, জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীরা অনলাইন গেমিং অ্যাপের প্রচারে লিপ্ত রয়েছেন। যা যুব সমাজের বিভ্রান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। তরুণদের বিপথগামী করে তুলছে।


আরও পড়ূন: বউও আমাকে ভাই বলে ডাকে: চাষী আলম


এ ছাড়া এই মুহূর্তে বলিউড বাদশা এ২৩ গেমিং অ্যাপের মডেলিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে বেশ কয়েকটি প্ল্যাটফর্মে তাকে গেমিং অ্যাপটির হয়ে প্রচার করতে দেখা গেছে। মূলত এ কারণেই শনিবার (২৬ আগস্ট) দুপুরে শাহরুখ খানের বাসভবনের সামনে বিক্ষোভ করেন তারা।


আরও পড়ূন: কাজে ফিরছেন ফারিয়া


এদিকে, বিক্ষোভকারীরা যাতে বিশৃঙ্খলা না করেন, এ জন্য মান্নাত’র সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।


জেবি/এসবি