শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১:১৯ পূর্বাহ্ন, ২৯শে আগস্ট ২০২৩
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ১।
মঙ্গলবার (২৯ আগস্ট) ভোরে ইন্দোনেশিয়ার বালি সাগরসহ উপকূলীয় বালি ও লম্বক অঞ্চলে হানে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইউরোপিয়ান-মেডিটেরিনিয়ান সিমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) বরাতে বার্তাসংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
ইন্দোনেশিয়ার দুর্যোগ সংস্থা বিএনপিবি মুখপাত্র আব্দুল মুহারী জানান, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের অনেক গভীরে আঘাত হেনেছে, তাই এটি হয়তো ধ্বংসাত্মক হয়নি।
আরও পড়ুন: সেপটিক ট্যাংকের কাজ করতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যু
ইএমএসসি জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ইন্দোনেশিয়ার মাতারাম থেকে ২০৩ কিলোমিটার (১২৬ মাইল) উত্তরে ও ভূপৃষ্ঠের ৫১৬ কিলোমিটার নিচে খুব গভীরে।
আরও পড়ুন: গুয়াহাটিতে অবৈধ প্রেমের কারণে নৃশংস হত্যাকাণ্ড!
ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, বালি ও লম্বকের উপকূলীয় অঞ্চলজুড়ে আঘাত হানা এ ভূমিকম্প মঙ্গলবার স্থানীয় সময় ভোর চারটার আগে অনুভূত হয়। এরপরে ৬ দশমিক ১ ও ৬ দশমিক ৫ মাত্রার আরও দুটি ভূমিকম্প অনুভূত হয় ওই অঞ্চলে।
জেবি/এসবি