গুয়াহাটিতে অবৈধ প্রেমের কারণে নৃশংস হত্যাকাণ্ড!
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ১০:৩৮ পূর্বাহ্ন, ২৯শে আগস্ট ২০২৩
আসামের গুয়াহাটির মহানগরীতে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অবৈধ প্রেমের কারণে করুণ পরিণতি এক পরিবারের। মহিলা প্রেমিকাকে হত্যা করে প্রেমিক যুবক নিজেই আত্মঘাতী হলেন।
নিরঞ্জন গোহাই নামে এক যুবক এই নৃশংস ঘটনাটি সংগঠিত করেন। রীতা দাস নামে এক মহিলার সঙ্গে গত ৩ বছর যাবত গাড়ি চালক নিরঞ্জন গোহাইর সঙ্গে অবৈধ প্রেমের সম্পর্ক ছিল। তাই নিরঞ্জন গোহাইর হাতে খুন হন রীতা দাস।
স্থানীয় এলাকাবাসীর সূত্রে প্রকাশ, গত ১৩ বছর পূর্বে অবনী দাসের সঙ্গে বিয়ে হয় রীতা দাসের। ৩ মাস আগে নিরঞ্জনের হাত ধরে পালিয়ে গিয়েছিল রীতা। রীতার প্রেমিক নিরঞ্জন প্রেমিকার স্বামী অবনী দাস ও ২ সন্তানকে পিটিয়ে হাত পা ভেঙে পালিয়ে যায়।
কিন্তু রীতা কিছুদিন পরে আবার নিরঞ্জনকে ছেড়ে স্বামীর বাড়িতে ফিরে আসে। সেই ক্ষোভে রাগে মাথায় নিরঞ্জন গভীর রাতের অন্ধকারে প্রথমে বাড়ির গৃহপালিত কুকুরকে হত্যা করে নিবিঘ্নে ঘরে প্রবেশ করে একা পেয়ে রীতা দাসকে ধারালো তলোয়ার দিয়ে কুপিয়ে হত্যা করে। এরপরই নিরঞ্জন সেই তলোয়ার দিয়ে নিজেও আত্মঘাতী হন। জানা যায়, বতর্মানে অবনী দাস সহ ২ শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার ( ২৮ আগস্ট ) সকালে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ২টি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। পুলিশ হত্যাযজ্ঞে ব্যবহৃত তলোয়ার উদ্ধার করেছে। পুলিশ ঘটনার তদন্ত নেমেছে। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আরএক্স