এশিয়া কাপ শেষ লিটনের, দলে ফিরলেন বিজয়


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১১:১০ পূর্বাহ্ন, ৩০শে আগস্ট ২০২৩


এশিয়া কাপ শেষ লিটনের, দলে ফিরলেন বিজয়
এনামুল হক বিজয়

শেষ পর্যন্ত আর শ্রীলঙ্কা যাওয়া হলো না ওপেনার  লিটন কুমার দাসের। তার বলদি হিসেবে দলে নেওয়া হয়েছে  এনামুল হক বিজয়কে।


বুধবার (৩০ আগস্ট) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।


জ্বরের কারণে রবিবার দলের সঙ্গে যেতে পারেননি লিটন দাস। এখনও অবধি সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। তাতে শেষ পর্যন্ত লিটনকে এশিয়াকাপ থেকেই ছিটকে যেতে হলো। তার জায়গায় খেলবেন এনামুল হক বিজয়ের।


কখনোই এশিয়া কাপের আলোচনায় সেভাবে ছিলেন না বিজয়। প্রাথমিক, জাতীয় দলের ক্যাম্পে, রিজার্ভ ক্রিকেটারদের তালিকাতেও রাখা হয়নি তাকে। অনেকটা আকস্মিকভাবেই স্কোয়াডে ডাক পেয়েছেন বিজয়। গেল বছরের ডিসেম্বরে ভারতের বিপক্ষে সবশেষ জাতীয় দলে ছিলেন তিনি।


প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বিজয়কে নেওয়ার ব্যাখ্যায় বলেছেন, “সে ঘরোয়া লিগে রান করেছে, বাংলা টাইগার্সের প্রোগ্রামে নিয়মিতই পর্যবেক্ষণে ছিল। বিজয় সবসময়ই আমাদের বিবেচনায় ছিল। লিটনের অনুপস্থিতিতে আমাদের একজন উইকেটরক্ষক ব্যাটার দরকার ছিল, বিজয়কে বেছে নিয়েছি।”


আরও পড়ুন: প্রথম ম্যাচে খেলবেন না লিটন


বিজয় এখন অবধি ৪৪ ওয়ানডে ম্যাচ খেলে ৩০.৫৮ গড় ও ৭৪.১৫ স্ট্রাইক রেটে ১২৫৪ রান করেছেন। এই ফরম্যাটে ৩টি সেঞ্চুরি ও ৫টি হাফ সেঞ্চুরি রয়েছে তার। গেল বছর ডিসেম্বরে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিন ম্যাচে ১৪, ১১ ও ৮ রান করে দল থেকে বাদ পড়েন তিনি।


আরও পড়ুন: এশিয়া কাপের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে


যদিও ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে ১৬ ম্যাচ খেলে ৫৯.৫৭  গড় ও ৯৭.৩১ স্ট্রাইক রেট ৮৩৪ রান করেন। তিন সেঞ্চুরি করা এই ব্যাটার ছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। এরপরও প্রাথমিক ক্যাম্পে ডাক না পাওয়ায় আলোচনা তৈরি হয়েছিল। বিজয় এবার সুযোগ পেয়ে গেলেন এশিয়া কাপের স্কোয়াডেই।


জেবি/এসবি