টেকসই আর্থিক প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল অগ্রণী এসএমই ফাইন্যান্সিং


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:০৬ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৩


টেকসই আর্থিক প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল অগ্রণী এসএমই ফাইন্যান্সিং
টেকসই আর্থিক প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে অগ্রণী এসএমই ফাইন্যান্সিং

টেকসই আর্থিক প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছে অগ্রণী ব্যাংক লিমিটেডের শতভাগ মালিকানাধীন অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্সিং কোম্পানী লিমিটেড। এ নিয়ে টানা দ্বিতীয়বার এই কৃতিত্ব অর্জন করল প্রতিষ্ঠানটি।


মঙ্গলবার (২৯ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড রুমে সাসটেইনেবিলিটি রেটিং ২০২২ পুরস্কার প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার অগ্রণী এসএমই ফাইন্যান্সিং কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এবং হেড অব এসএমই ও সাসটেইনেবল ইউনিট প্রধান মো. মুজাহিদুল ইসলাম জোয়ারদারের হাতে সম্মাননা তুলে দেন।


এসময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার, নির্বাহী পরিচালক মো. খুরশীদ আলমসহ ঊর্ধ্বতন নির্বাহীগণ উপস্থিত ছিলেন।


জেবি/এসবি