বাংলাদেশকে ১৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:৩০ পিএম, ৩রা আগস্ট ২০২৫


বাংলাদেশকে ১৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি
ফাইল ছবি।

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) খাতে উন্নয়ন সাধনে বাংলাদেশকে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং বৈশ্বিক বাজারে প্রতিযোগিতায় সক্ষমতা অর্জনের লক্ষ্যে এই ঋণ দেওয়া হচ্ছে।


রবিবার (৩ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এই ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং এডিবির বাংলাদেশ প্রতিনিধি হোয়ে ইউন জিয়ং নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন।


চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে হোয়ে ইউন জিয়ং বলেন, “টিভিইটি খাত বাংলাদেশের অর্থনৈতিক বৈচিত্র্যকরণ ও কর্মসংস্থান সৃষ্টির মূল চালিকাশক্তি। এই কর্মসূচি যান্ত্রিক, ইলেকট্রনিক্স ও বৈদ্যুতিক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সিভিল, এবং কৃষি ও খাদ্য—এই পাঁচটি প্রযুক্তি খাতে বিশেষ গুরুত্ব দেবে।”


তিনি আরও বলেন, এই উদ্যোগ সরকারের টিভিইটি ডেভেলপমেন্ট অ্যাকশন প্ল্যানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং দারিদ্র্য ও সামাজিক বৈষম্য কমিয়ে বিশ্বমানের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।


এডিবি জানায়, এই কর্মসূচির আওতায় সারা দেশে টিভিইটি শিক্ষকদের জন্য উন্নত প্রশিক্ষণের সুযোগ তৈরি করা হবে, বিশেষ করে ঢাকার বাইরের সুবিধাবঞ্চিত অঞ্চলে। এতে করে উদীয়মান প্রযুক্তির সঙ্গে সংগতি রেখে শিক্ষকদের শিক্ষাগত ও প্রযুক্তিগত দক্ষতা বাড়ানো হবে।


কর্মসূচি শেষে অন্তত ১০ হাজার শিক্ষক এই প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন, যা সরাসরি ২ লাখ ৫০ হাজারের বেশি শিক্ষার্থীর ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। এতে দেশে টেকসই টিভিইটি ব্যবস্থা গড়ে উঠবে বলে আশা করছে সংস্থাটি।


আরএক্স/