নতুন মুদ্রানীতি ঘোষণা, নীতি সুদহার অপরিবর্তিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫৪ পিএম, ৩১শে জুলাই ২০২৫

চলতি ২০২৪-২৫ অর্থবছরের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। মূল নীতি সুদহার (রেপো রেট) ১০ শতাংশেই অপরিবর্তিত রাখা হয়েছে। একইসঙ্গে মূল্যস্ফীতি কমে ৭ শতাংশের নিচে না নামা পর্যন্ত এ হার অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে বাংলাদেশ ব্যাংকের সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।
গভর্নর বলেন, “মূল্যস্ফীতি ধীরে ধীরে কমছে, তবে এখনো কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি। আমাদের লক্ষ্য এটি ৩ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা। এখনই নীতি সুদহার কমানোর উপযুক্ত সময় নয়।”
তিনি আরও বলেন, “বর্তমানে মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। জুন মাসে এটি নেমে এসেছে ৮ দশমিক ৪৮ শতাংশে। চাল ছাড়া অধিকাংশ নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে। বিনিময় হারও স্থিতিশীল আছে, যা মূল্যস্ফীতি কমাতে ভূমিকা রাখছে।”
নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ডিসেম্বর নাগাদ ৭ দশমিক ২ শতাংশ এবং জুনে ৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে। তবে গত অর্থবছরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল ৯ দশমিক ৮ শতাংশ, যেখানে অর্জন হয়েছে মাত্র ৬ দশমিক ৪ শতাংশ।
সরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা এবারও ১৮ দশমিক ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যেখানে গত অর্থবছরে অর্জিত হয়েছিল ১৩ দশমিক ৬ শতাংশ। এদিকে মুদ্রা সরবরাহের লক্ষ্যমাত্রা সামান্য বাড়িয়ে ৮ দশমিক ৫০ শতাংশ ধরা হয়েছে। গত বছর এ লক্ষ্য ছিল ৮ দশমিক ৪০ শতাংশ, অর্জিত হয়েছিল ৭ শতাংশ।
মুদ্রানীতিতে স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (SLF) ১১ দশমিক ৫০ শতাংশ এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (SDF) ৮ শতাংশেই অপরিবর্তিত রাখা হয়েছে।
গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, “আমানতকারীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। তাদের সঞ্চয় সম্পূর্ণ নিরাপদ। প্রয়োজনে সরকার বড় অঙ্কের তহবিল সরবরাহ করবে এবং মুনাফাসহ তা ফেরত নিতে পারবে।”
তিনি আরও বলেন, “বর্তমান পরিস্থিতিতে ৪ শতাংশ প্রবৃদ্ধিও খারাপ নয়। তবে অর্থনীতির টেকসই উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত জরুরি।”
বাংলাদেশ ব্যাংক আশা করছে, ঘোষিত নতুন মুদ্রানীতি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ঋণ প্রবাহের ভারসাম্য রক্ষা এবং আর্থিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখবে।
আরএক্স/