বাজারে আগুন, সবজি কিনতেই হাঁসফাঁস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৫ পিএম, ১লা আগস্ট ২০২৫

রাজধানীর বাজারে সবজির দাম বাড়তে বাড়তে এখন ক্রেতাদের সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। গেল এক মাসেরও বেশি সময় ধরে সবজির বাজারে অস্থিরতা বিরাজ করছে। মাঝে কিছুদিন দাম কমলেও শুক্রবার (১ আগস্ট) আবারও সবজির দাম চড়া। এতে সাধারণ মানুষ পড়েছেন বিপাকে।
শুক্রবার (০১ আগস্ট) রাজধানীর মহাখালী, মালিবাগ, মগবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ১২০ টাকা কেজিতে। এর মধ্যে সবচেয়ে দামি সবজির তালিকায় রয়েছে বেগুন ও বরবটি—যার কেজি ১২০ টাকা। অন্যদিকে সবচেয়ে সস্তা সবজি মিষ্টি কুমড়া ও পেঁপে—প্রতি কেজি ৩০ টাকা।
বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বেগুন: ১২০ টাকা, বরবটি: ১২০ টাকা, করলা: ১০০ টাকা, দেশি শসা: ১০০ টাকা, হাইব্রিড শসা: ৮০ টাকা, পটল, ঢেঁড়স, চিচিঙ্গা: ৬০ টাকা, কচুর লতি: ৮০ টাকা, লাউ (প্রতি পিস): ৭০ টাকা, জালি (প্রতি পিস): ৬০ টাকা, পেঁপে: ৩০ টাকা, কাঁচা মরিচ: ২৪০ টাকা, টমেটো: ১৮০ টাকা, গাজর: ১৬০ টাকা প্রতি কেজি দরে বিক্রী হচ্ছে।
বাজার করতে আসা সাংবাদিক জান্নাতুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, এই ভাবে কাচাঁ বাজারের দাম বাড়তে থাকলে আমাদের আর ঢাকা শহরে থাকা লাগবে না । রমজানে বেগুনের কেজি ছিল ১০০ টাকা—সেটাও মেনে নিয়েছি। কিন্তু এখন মৌসুম শেষ, তবুও দাম ১২০ টাকা! অন্য সবজির দামও চড়া। অথচ কোনো বাজার মনিটরিং নেই।”
বাসাবো বাজারের আরেক ক্রেতা মোহন লাল বলেন, “সবজিই যদি এত দামে কিনে খেতে হয়, তাহলে মাছ-মাংস কিনবো কিভাবে? শুধু কুমড়া আর পেঁপে ছাড়া বাকি সব সবজির দাম অসহনীয়। আজ ছুটির দিন, চাহিদা বেশি—সেই সুযোগে দামও আরও বাড়িয়েছে বিক্রেতারা।”
সবজির দাম বাড়ার কারণ জানতে চাইলে মালিবাগ বাজারের বিক্রেতা আলমাস আলী জানান, “আজ দাম একটু বেড়েছে। আমরাও পাইকারি বাজার থেকে বেশি দামে কিনেছি। মৌসুম শেষ, আবার কয়েকদিনের বৃষ্টির কারণে সরবরাহও কমে গেছে। এসব কারণে খুচরা বাজারে দাম বাড়ছে।”
ক্রেতারা বলছেন, বাজারে সবজির দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। দ্রুত বাজার মনিটরিং জোরদার করে মূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
আরএক্স/