জুলাই গণঅভ্যুত্থান দিবসে অগ্রণী ব্যাংকের বিজয় র‌্যালি


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:৩০ পিএম, ৫ই আগস্ট ২০২৫


জুলাই গণঅভ্যুত্থান দিবসে অগ্রণী ব্যাংকের বিজয় র‌্যালি
অগ্রণী ব্যাংকের বিজয় র‌্যালি। ছবি: প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মানিকমিয়া এভিনিউ অভিমুখে তারুণ্যের উৎসব ২০২৫ ও বিজয় র‌্যালি করেছে অগ্রণী ব্যাংক পিএলসি। 


মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মালা-২০২৫ এর অংশ হিসেবে দুপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে র‌্যালিটি ফার্মগেট থেকে বিজয় স্মরণী হয়ে মানিকমিয়া এভিনিউয়ে শেষ হয়। 


র‌্যালিতে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আনোয়ারুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার ও রূবানা পারভীন। এছাড়াও মহাব্যবস্থাপক (ঢাকা সার্কেল-১) মো.শামছুল আলম, মহাব্যবস্থাপক (প্রধান শাখা) এ কে এম ফজলুল হক, মহাব্যবস্থাপক (ক্যামেলকো) মোহাম্মদ ফজলুুল করিম, মহাব্যবস্থাপক (ক্রেডিট) মো. আবু হাসান তালুকদার, মহাব্যবস্থাপক (আইডি) শাহীনুর সুলতানা, মহাব্যবস্থাপক (অডিট) মো. ইখতিয়ার উদ্দিন।


মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জালাল উদ্দিন ও মহাব্যবস্থাপক  (বৈদেশিক বাণিজ্য কর্পোরেট শাখা) জাহানারা বেগমসহ উর্ধ্বতন নির্বাহী, ঢাকাস্থ সার্কেল সচিবালয়, আঞ্চলিক কার্যালয়, শাখা, সাবসিডিয়ারি কোম্পানী, ইসলামী ব্যাংকিং ইউনিট ও উইন্ডো, কর্মকর্তা, কর্মচারী এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ র‌্যালিতে অংশ নেন। 


বিভাগীয় এবং জেলা-উপজেলা পর্যায়ে অবস্থিত অগ্রণী ব্যাংকের শাখা ও কার্যালয়ে কর্মরত নির্বাহী, কর্মকর্তা, কর্মচারীগণ সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান ও তারুণ্যের উৎসব ২০২৫  কর্মসূচিতে অংশগ্রহণ করেন।


এসডি/