এলপি গ্যাসের দামে নতুন সুখবর


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:০৩ পিএম, ৩রা আগস্ট ২০২৫


এলপি গ্যাসের দামে নতুন সুখবর
ফাইল ছবি।

সাধারণ ভোক্তা ও যানবাহন মালিকদের জন্য এসেছে সুখবর। দেশে ভোক্তাপর্যায়ে তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের নতুন বিক্রয়মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), যাতে উল্লেখযোগ্য পরিমাণে দাম কমানো হয়েছে।


রবিবার (৩ আগস্ট) বিইআরসির ঘোষণায় জানানো হয়, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৭৩ টাকা, যা পূর্ববর্তী ১ হাজার ৩৬৪ টাকার তুলনায় যথেষ্ট স্বস্তিদায়ক। নতুন এই দাম আজ রবিবার সন্ধ্যা থেকেই কার্যকর হবে।


সবশেষ এর আগে, গত ২ জুলাই দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ১২ কেজি এলপিজির দাম ৩৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়।অটোগ্যাসের দামও ওইদিন সমন্বয় করা হয়। তখন প্রতি লিটার অটোগ্যাসের মূল্য মূসকসহ ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছিল।


দাম কমায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ গ্রাহকরা। বিশেষ করে রান্নার কাজে ১২ কেজি সিলিন্ডার ব্যবহারকারীরা মনে করছেন, এটি তাদের মাসিক খরচে সামান্য হলেও স্বস্তি এনে দেবে। যানবাহন চালকদের মধ্যেও একই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে।


উল্লেখ্য, ২০২৪ সালে এ পর্যন্ত সাতবার এলপিজি ও অটোগ্যাসের দাম বেড়েছে। কমেছে চারবার। আর একবার দাম অপরিবর্তিত ছিল।


এসডি/