Logo

বিএনপি ড. ইউনূসকে নিয়ে নতুন খেলা শুরু করেছে: ওবায়দুল কাদের

profile picture
জনবাণী ডেস্ক
৩১ আগস্ট, ২০২৩, ০৬:০১
48Shares
বিএনপি ড. ইউনূসকে নিয়ে নতুন খেলা শুরু করেছে: ওবায়দুল কাদের
ছবি: সংগৃহীত

বুধবার (৩০ আগস্ট) সচিবালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

আন্দোলনে ভাটা পড়েছে বিএনপির। এ জন্য তারা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে নতুন খেলা শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (৩০ আগস্ট) সচিবালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

কাদের বলেন, “নোবেল বিজয়ীরা যে বিবৃতি দিয়েছেন, সেই বিবৃতির জায়গা কিনতে দুই মিলিয়ন ডলার লাগে। আমাদের দেশের পত্রিকায় একটি বিজ্ঞাপন দেবেন, এর জন্য স্পেসের হিসাব আছে। মার্কিন পত্রিকায় দুই মিলিয়ন ডলারের বিনিময়ে যে বিবৃতি তিনি দিয়েছেন, সেই টাকা কোথায় পেয়েছেন?” 

বিজ্ঞাপন

তিনি বলেন, “আন্দোলন করে গোলাপবাগের গরুর হাটে হোঁচট খেয়েছেন। আন্দোলন এখন আর জমে না। বাজারে ভাটা পড়েছে। তাই ড. ইউনূসকে নিয়ে নতুন খেলা শুরু করেছেন। ওয়ান-ইলেভেনের দুঃস্বপ্ন দেখছেন। ওয়ান-ইলেভেনে ইউনূস কম চেষ্টা করেননি। সেই নাগরিক ঐক্য। তখনো তার খায়েস ছিল, সেই খায়েস পূর্ণ হয়নি।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “তারা বাংলাদেশের নির্বাচনকে বানচাল করতে চান। বাংলাদেশে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ ভণ্ডুল করতে নতুন প্ল্যাটফর্ম করতে চান। পরিষ্কার বলতে চাই, বাংলাদেশের মাটিতে এই অশুভ খেলা আমরা খেলতে দেব না।”

বিজ্ঞাপন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর যে মানুষ একটা শোকও প্রকাশ করেনি। চার জাতীয় নেতাকে কারাগারে হত্যা করা হয়েছে, একটা কথাও বলেননি। এই ড. ইউনূস আমাদের শহীদ মিনারে যান, কোনোদিন গেছেন? জাতীয় স্মৃতিসৌধে যান, কোনোদিন গেছেন? আমাদের বন্যা, জলোচ্ছ্বাসে তিনি কখনো এসেছেন?”

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD