রাশিয়ার হামলায় নিহত দুই ইউক্রেনিয়ান ফুটবলার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
চলমান ইউক্রেন-রাশিয়া আগ্রাসনে দুইজন ইউক্রেনিয়ান ফুটবলার নিহত হয়েছেন বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ প্রফেশনাল ফুটবলার (ফিফপ্রো)।
রাশিয়ার মিলিটারিদের আক্রমণে প্রাণ হারান ভিতালি সাপিলো (২১ বছর) এবং দিমিত্রো মারতিনেঙ্কো (২৫ বছর)। সাপিলো দেশটির ক্লাব ‘কারপাতি এলভিভো’ যুব দলের খেলোয়াড় ছিল। গত শুক্রবার নিহত হন এই ফুটবলার। ক্লাবের পক্ষ থেকেও এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এদিকে মারতিনেঙ্কো এফসি গোস্টোমেল
ক্লাবের হয়ে খেলতো। এই ফুটবলার নিজ বাড়িতে রাশিয়ানদের বোমার আঘাতে মৃত্যুবরণ করেন।
এই দুই ফুটবলারের মৃত্যুতে
ফিফপ্রো এক বিবৃতিতে দুঃখপ্রকাশ করে জানায়, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রথমবারের মতো
ফুটবলার হারানোর খবর সামনে এসেছে। ইউক্রেনের ভিতালি সাপিলো এবং দিমিত্রো মারতিনেঙ্কো
যুদ্ধে মারা গেছেন। আমরা তাদের পরিবার-পরিজন, বন্ধু এবং সতীর্থদের দুঃখ বুঝতে পারছি
এবং আমরা তাদের পাশে আছি। তাদের দুজনের আত্মা শান্তি পাক।’
ওআ/