অভিনেত্রী অপর্ণা নায়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার!
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০৩:২১ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৩
মাত্র ৩১ বছর বয়সেই প্রয়াত মালয়লম অভিনেত্রী অপর্ণা নায়ার। বৃহস্পতিবার (৩১ আগস্ট) অভিনেত্রীর বাসগৃহ থেকেই উদ্ধার হয় তার ঝুলন্ত মরদেহ।
ভারতের কর্ণাটকের করমনা এলাকার বাসিন্দা তিনি। অভিনেত্রীর বাড়ি থেকে তার নিথর দেহ উদ্ধার হওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করা হয় অপর্ণাকে।
এই ঘটনায় ইতিমধ্যে তদন্ত নেমেছে পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে অপর্ণা পরিচিত নাম। 'মেঘাতীর্থম, ' কলকি' 'কদালুপরঞ্জ কাড়া' সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করে।
স্বামী ও ২ কন্যা নিয়ে সংসার ছিল অভিনেত্রীর। মৃত্যুর দিনও ইনস্টাগ্রামে ২ মেয়েকে নিয়ে একটি ভিডিও দেন অভিনেত্রী। তার কয়েক ঘন্টায় মধ্যইে ঘটে গেল অঘটন। স্বাভাবিকভাবেই অপর্ণার মৃত্যু নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য।
এখনই কিছু বলতে নারাজ পুলিশ। অপর্ণার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর পরিচিতরা।
আরএক্স/