লাস্যময়ী লুকে পরীমনি


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৩


লাস্যময়ী লুকে পরীমনি
পরীমনি

সোশ্যাল মিডিয়ায় প্রায় সময়ই লাস্যময়ী রূপে ধরা দেন চিত্রনায়িকা পরীমনি। আর সে সব ছবিতে মুহূর্তেই যেন ঝড় ওঠে ভক্তদের মনে। ফের সোশ্যাল মিডিয়ায় নেটাগরিকদের নজর কাড়লেন এই অভিনেত্রী।


শনিবার (২ সেপ্টেম্বর) নিজের সামাজিকমাধ্যম ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেনপরীমনি। আর এতেই নেটমাধ্যমে রীতিমতো হুমড়ি খেয়ে পড়ছেন তার ভক্তরা।


পোস্ট করা ওই ছবিতে দেখা যায়, পরীমনির পরনে রয়েছে সাদা রঙের একটি অরগাঞ্জা শাড়ি। সঙ্গে পরেছেন ম্যাচিং ব্লাউজ, কানে সাদা ঝুল দুল, হালকা মেকাপের সঙ্গে কপালে পড়েছে ছোট্ট লাল টিপ। যেন  লাস্যময়ী রূপে এক সাদা পরী ধরা দিয়েছেন ক্যামেরায়। আর সাদা শাড়িতে নায়িকার চেহারায় যেন দ্যুতি ছড়াচ্ছে।


আরও পড়ুন: ছেলের প্রযোজিত সিনেমা দেখলেন রাষ্ট্রপতি


ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই পরীমনির মন্তব্যের ঘরে রীতিমতো ঝড় তুলেছেন এই অভিনেত্রীর ভক্তরা। একজন লিখেছেন, সো প্রীটি। আরেকজন লেখেন, সো বিউটিফুল। পরীর এক ভক্ত লিখেছেন, ওএমজি, সাদা পরী।


শুধু ভক্তরাই নয়, কমেন্ট করেছেন অনেক তারকাও। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশি লেখেন, পরী। সঙ্গে জুড়ে দিয়েছেন দুটি লাভ ইমোজিও।


জেবি/এসবি