পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ভারত
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৩:২৪ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৩

এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত দলের অধিনায়ক রোহিত শর্মা।
শনিবার (২ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার পাল্লেকেলেতে বৃষ্টির চোখ রাঙানি সত্ত্বেও খানিক পর বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে খেলাটি শুরু হবে। পিচ রিপোর্টে বলা হয়, স্পিনাররা পাবেন টার্ন। ফাস্ট বোলাররা সুবিধা মতো গতিতে করতে পারবেন বোলিং।
পরিসংখ্যানের দিকে তাকালে অবশ্য এখনো, জয়ের পাল্লাটা ভারি পাকিস্তানের দিকেই। মুখোমুখি ১৩২ ওয়ানডেতে পাকিস্তানের ৭৩ জয়ের বিপরীতে ভারত জিতেছে ৫৫টিতে, ফলাফল হয়নি চার ম্যাচে।
শেষ ৫ ম্যাচে অবশ্য দুদলের মুখোমুখিতে এগিয়ে ভারত। ৪ জয়ের বিপরীতে ভারত হেরেছে মাত্র একটিতে। এশিয়া কাপের দ্বৈরথেও এগিয়ে ভারত। এশিয়ার আসরটিতে দুদলের দেখা হয়েছে ১৭ বার। ৯ ম্যাচে জিতেছে ভারত, পাকিস্তান জিতেছে ৬টিতে। ফলাফল হয়নি দুই ম্যাচে।
পাকিস্তান একাদশ: ফখর জামান, ইমাম-উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আঘা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, নাসিম শাহ, শাহিন আফ্রিদি ও হারিস রউফ।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, ঈশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কূলদ্বীপ যাদব, মোহাম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরাহ।
জেবি/এসবি