Logo

মারা গেলেন হিথ স্ট্রিক

profile picture
জনবাণী ডেস্ক
৩ সেপ্টেম্বর, ২০২৩, ২৩:১৮
59Shares
মারা গেলেন হিথ স্ট্রিক
ছবি: সংগৃহীত

অনেক দিন ধরেই ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছিলেন ৪৯ বছর বয়সী এই ক্রিকেটার।

বিজ্ঞাপন

না ফেরার দেশে পাড়ি জমালেন জিম্বাবুয়াইন কিংবদন্তি ও বাংলাদেশের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিক। সোশ্যাল মিডিয়ায় এই ক্রিকেটারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার তার স্ত্রী নাদিনে।

ফেসবুক পোস্টে তার স্ত্রী লিখেছেন, “২০২৩ সালে ৩ সেপ্টেম্বর (আজ) ভোরে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ ভালোবাসা এবং আমার সুন্দর সন্তানদের বাবাকে ফেরেশতাদের সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে। যেখানে তিনি নিজ পরিবার ও স্বজনদের সঙ্গে শেষ দিনগুলো কাটাতে চেয়েছিলেন। তিনি প্রেম এবং শান্তিতে আচ্ছাদিত ছিলেন এবং একা পার্কে হাঁটেননি। আমাদের আত্মা অনন্তকালের জন্য আবদ্ধ, স্ট্রিকি। যতক্ষণ না আমি আবারও তোমাকে আঁকড়ে ধরি।”

বিজ্ঞাপন

অনেক দিন ধরেই ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছিলেন ৪৯ বছর বয়সী এই ক্রিকেটার। তবে এ বছরের শুরুতেই বিষয়টি প্রকাশ্যে আসে। শেষ পর্যন্ত মরণব্যাধি ক্যানসারের কাছে হারই মানলেন তিনি।

বিজ্ঞাপন

জিম্বাবুয়ে ক্রিকেটে কিংবদন্তি ছিলেন স্ট্রিক। ১৯৯৩ সালে জাতীয় দলের জার্সিতে অভিষেকের পর ২০০০-২০০৪ সময়কাল পর্যন্ত দেশের হয়ে অধিনায়কত্ব করেছিলেন এই সাবেক ক্রিকেটার। ১২ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন।

বিজ্ঞাপন

জিম্বাবুয়ের হয়ে ৬৫টি টেস্ট ও ১৮৯টি ওয়ানডে ম্যাচে প্রতিনিধিত্ব করেন তিনি। ওয়ানডেতে ২৩৯ ও টেস্টে ২১২ উইকেট নিয়েছিলেন স্ট্রিক। ব্যাটের হাতেও সফল ছিলেন সাবেক এই তারকা। টেস্টে ১৯৯০  ও ওয়ানডে করেছিলেন ২৯৪৩ রান।

বিজ্ঞাপন

স্ট্রিকই একমাত্র জিম্বাবুয়াইন ক্রিকেটার যার ঝুলিতে টেস্টে দুই হাজারের কাছাকাছি রান ও একশ উইকেট রয়েছে। আর ওয়ানডে-তে দুই হাজারের বেশি রানের পাশাপাশি দুইশ’র বেশি উইকেটও রয়েছে।

বিজ্ঞাপন

২০০৫ সালে ক্রিকেট থেকে অবসরে যান তিনি। এরপর যুক্ত হয়েছিলেন কোচিং পেশার সঙ্গে। বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচ ছিলেন তিনি। এছাড়া দুই দফায় (২০০৯-১৩ এবং ২০১৬-১৮) ছিলেন জিম্বাবুয়ের কোচ। ২০১৮ সালে আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্সের সঙ্গেঅ ছিলেন তিনি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD