হাসপাতালে সোনিয়া গান্ধী


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪:৫৩ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৩


হাসপাতালে সোনিয়া গান্ধী
সোনিয়া গান্ধী

ভারতের প্রধানবিরোধী দল কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বুকে সংক্রমণজনিত সমস্যার কারণে তাকে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়। 


রবিবার (৩ সেপ্টেম্বর)  এ তথ্য জানিয়েছে এনডিটিভি। হাসপাতাল থেকে জানানো হয়েছে, সোনিয়া গান্ধী বুকে সংক্রমণের কথা বলছিলেন। তাকে নিয়মিত চেক-আপের জন্য হাসপাতালে ভর্তি করা হয়। 


আরও পড়ুন: স্ত্রীর অত‍্যাচারে স্বামীর আত্মহত্যা


হাসপাতাল সূত্র আরও জানায়, তার অবস্থা স্থিতিশীল। তাকে চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে। সর্বক্ষণ চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী।


আরও পড়ুন: মহারাষ্ট্রে বক্সখাটের ভেতরে মিলল মা-ছেলের মরদেহ


এর আগে সোনিয়া গান্ধী এ বছর দুইবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ভাইরাল শ্বাসযন্ত্রের সংক্রমণের চিকিৎসার জন্য গেল ১২ জানুয়ারি স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন সোনিয়া।


জেবি/এসবি