ইন্দোনেশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন রাষ্ট্রপতি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১০:২৭ এএম, ৪ঠা সেপ্টেম্বর ২০২৩


ইন্দোনেশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

৪৩তম ‘আসিয়ান শীর্ষ সম্মেলনে’অংশগ্রহণ করতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।


সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪১ মিনিটে একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন তিনি।


এর আগে গেল বৃহস্পতিবার (৩১ আগস্ট) পরাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমিন এক প্রেস কনফারেন্সে রাষ্ট্রপতির এ সফরের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন।


পরাষ্ট্রমন্ত্রী বলেন, “আগামী ৫ থেকে ৭ সেপ্টেম্বর আসিয়ান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে অংশ নেবেন রাষ্ট্রপতি। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা হওয়ার কথা রয়েছে তার। এ ছাড়াও মালয়েশিয়া, পূর্ব তিমুরসহ বেশ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে আলোচনা হবে মো. সাহাবুদ্দিনের।”


আরও পড়ুন: ঘরে-বাইরে নির্যাতনের শিকার শিশু, আইন আছে বাস্তবায়ন নেই


দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর  জোট অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান)। বর্তমান 


বর্তমানে এর চেয়ারের দায়িত্ব পালন করছে ইন্দোনেশিয়া। দেশটি এবার ১৮তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনের আয়োজক।


জেবি/এসবি