খেরসনে রুশ সেনাদের কারফিউ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২

রুশ বাহিনী দক্ষিণাঞ্চলীয় ইউক্রেনের
গুরুত্বপূর্ণ বন্দরনগরী খেরসনের নিয়ন্ত্রণ নিয়েছে বলে জানিয়েছেন শহরটির মেয়র। এক সপ্তাহ
শুরু হওয়া আগ্রাসনে তীব্র লড়াইয়ের পর এই প্রথম বড় কোনও শহরের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া।
মেয়র ইগোর কোলিখায়েভ জানান রুশ সেনারা নগর কাউন্সিল ভবনে জোর করে ঢুকে পড়েছে এবং বাসিন্দাদের
ওপর কারফিউ জারি করেছে।
ফেসবুক পোস্টে তিনি জানান, রুশ বাহিনী খেরসন নিয়ন্ত্রণ করেছে। সেখানে ইউক্রেনীয় বাহিনীর কোনও সদস্য নেই। শহরটিতে প্রায় দুই লাখ ৮০ হাজার মানুষের বাস।
এ সময় বাসিন্দাদের রুশ বাহিনীর আরোপ করা বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।
এদিকে যুদ্ধের ৮ম দিনেও (বৃহস্পতিবার) ইউক্রেনে ব্যাপক সংঘর্ষ চলছে। এদিন ইউক্রেনের রাজধানী কিয়েভে অন্তত চারটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে