ইউক্রেন থেকে ১০ লাখ মানুষ পালিয়েছে: জাতিসংঘ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে
এই সাত দিনে অন্তত ১০ লাখ মানুষ ইউক্রেন থেকে শরণার্থী হয়ে পাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছে
বলে জানিয়েছে জাতিসংঘ।
এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন
জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি, এবিসি ডট নেটসহ একাধিক
আস্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।
টুইটারে দেওয়া এক বিবৃতিতে
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি বলেছেন, ‘মাত্র সাতদিনে
আমরা ইউক্রেন থেকে প্রতিবেশী দেশগুলোতে ১০ লাখ শরণার্থীর প্রস্থান দেখেছি।’
সংস্থাটির অনুমান, এ সংঘাতের
কারণে এক কোটির বেশি মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হবেন এবং ত্রাণের প্রয়োজন হবে।
জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বলছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রথম পাঁচ দিনে ২২৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আর সংঘর্ষের সময় ইউক্রেনে আরও ৫২৫ বেসামরিক লোক আহত হয়েছেন।
এক বিবৃতিতে বলা হয়েছে, এ
হতাহতের বেশিরভাগই ভারী কামান ও মাল্টি-লঞ্চ রকেট সিস্টেম থেকে গোলাবর্ষণ এবং বিমান
হামলাসহ বিস্ফোরক অস্ত্র ব্যবহারের কারণে ঘটেছে।
সংস্থাটি বলেছে, তারা বিশ্বাস
করে প্রকৃত হতাহতের সংখ্যা বেশি। কারণ বিশেষ করে সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে হতাহতের
খবর পেতে বিলম্ব হচ্ছে।
ওআ/