১০০ পরিবারকে ১ কোটি রুপি দিচ্ছেন বিজয়
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:৫৩ অপরাহ্ন, ৫ই সেপ্টেম্বর ২০২৩
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় বিজয় দেবরকোন্ডা। কয়েক দিন আগে তার অভিনীত ‘কুশি’ সিনেমা মুক্তি পেয়েছে। বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে এটি। এ ছবির প্রচারে গিয়ে ১০০ পরিবারকে ১ কোটি রুপি উপহার দেওয়ার ঘোষণা দিলেন বিজয়।
সোমবার (৪ সেপ্টেম্বর) অন্ধ্রপ্রদেশের রাজধানী বিশাখাপত্তমে ‘কুশি’ সিনেমার প্রচার অনুষ্ঠানে যোগ দেন এ অভিনেতা। এ সময় বিজয় বলেন, “আপনারা খুশি হলে আমিও আনন্দ অনুভব করি। আমার আনন্দ আপনাদের সঙ্গে ভাগ করে নিতে ‘কুশি’ সিনেমার পারিশ্রমিক থেকে ১ কোটি রুপি ১০০ পরিবারের মাঝে বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছি। আগামী ১০ দিনের মধ্যে ১ লাখের একটি করে চেক এসব পরিবারের হাতে তুলে দেব। আমার সফলতা, আমার আনন্দ, আমার বেতন আপনাদের সঙ্গে ভাগ করে নেব।”
১০০ পরিবারকে ১ কোটি রুপি দিচ্ছেন বিজয়
আরও পড়ুন: অভিনেতা আফজাল হোসেন হাসপাতালে ভর্তি
রোমান্টিক-ড্রামা ঘরানার গল্প নিয়ে গড়ে উঠেছে ‘কুশি’ এই ছবির গল্প। শিবা নির্বানা পরিচালিত এ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন বিজয়-সামান্থা রুথ প্রভু। প্রথমবার জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন তারা।
গেল ১ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ‘কুশি’ সিনেমা। ৫০ কোটি রুপি বাজেটের সিনেমা বক্স অফিসে সাড়া ফেলেছে। ৪ দিনে বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ৬৮.৪৫ কোটি রুপি।
জেবি/এসবি