Logo

১০০ পরিবারকে ১ কোটি রুপি দিচ্ছেন বিজয়

profile picture
জনবাণী ডেস্ক
৫ সেপ্টেম্বর, ২০২৩, ২২:২৩
16Shares
১০০ পরিবারকে ১ কোটি রুপি দিচ্ছেন বিজয়
ছবি: সংগৃহীত

আমার সফলতা, আমার আনন্দ, আমার বেতন আপনাদের সঙ্গে ভাগ করে নেব।”

বিজ্ঞাপন

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় বিজয় দেবরকোন্ডা। কয়েক দিন আগে তার অভিনীত ‘কুশি’ সিনেমা মুক্তি পেয়েছে। বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে এটি। এ ছবির প্রচারে গিয়ে ১০০ পরিবারকে ১ কোটি রুপি উপহার দেওয়ার ঘোষণা দিলেন বিজয়।

সোমবার (৪ সেপ্টেম্বর) অন্ধ্রপ্রদেশের রাজধানী বিশাখাপত্তমে ‘কুশি’ সিনেমার প্রচার অনুষ্ঠানে যোগ দেন এ অভিনেতা। এ সময় বিজয় বলেন, “আপনারা খুশি হলে আমিও আনন্দ অনুভব করি। আমার আনন্দ আপনাদের সঙ্গে ভাগ করে নিতে ‘কুশি’ সিনেমার পারিশ্রমিক থেকে ১ কোটি রুপি ১০০ পরিবারের মাঝে বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছি। আগামী ১০ দিনের মধ্যে ১ লাখের একটি করে চেক এসব পরিবারের হাতে তুলে দেব। আমার সফলতা, আমার আনন্দ, আমার বেতন আপনাদের সঙ্গে ভাগ করে নেব।”

বিজ্ঞাপন

১০০ পরিবারকে ১ কোটি রুপি দিচ্ছেন বিজয়

বিজ্ঞাপন

রোমান্টিক-ড্রামা ঘরানার গল্প নিয়ে গড়ে উঠেছে ‘কুশি’ এই ছবির গল্প। শিবা নির্বানা পরিচালিত এ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন বিজয়-সামান্থা রুথ প্রভু। প্রথমবার জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন তারা।

গেল ১ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ‘কুশি’ সিনেমা। ৫০ কোটি রুপি বাজেটের সিনেমা বক্স অফিসে সাড়া ফেলেছে। ৪ দিনে বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ৬৮.৪৫ কোটি রুপি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD