অবসরের ঘোষণা দিলেন ডি কক


Janobani

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৭:১২ অপরাহ্ন, ৫ই সেপ্টেম্বর ২০২৩


অবসরের ঘোষণা দিলেন ডি কক
ডি কক

ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের পর আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেবেন কুইন্টন ডি কক। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের পক্ষ থেকে মঙ্গলবার  (৫ আসস্ট) বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 


ডি কক দক্ষিণ আফ্রিকার ঘোষিত ১৫ জনের বিশ্বকাপ দলে আছেন। তার অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের পরিচালক ইনোচ এনকেউই। 


দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে , ‘‘বিশ্বকাপের পরেই এক দিনের ক্রিকেট থেকে অবসর নিতে চায় ডি’কক। ওর সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। তবে আশা করছি আগামী দিনে দক্ষিণ আফ্রিকার হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে খেলবে ডি’কক।’’


আরও পড়ুন: বিশ্বকাপের দল ঘোষণা করলো দ. আফ্রিকা


এর আগে ২০২১ সালের ডিসেম্বর মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন ডি’কক। ভারতের বিরুদ্ধে সিরিজের মাঝেই হঠাৎ নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছিলেন তিনি। সেই সময় ডি’কক জানিয়েছিলেন, পরিবারের সঙ্গে বেশি সময় কাটানোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন। এক দিনের ক্রিকেট থেকে তিনি কেন অবসর নিতে চাইছেন সেই বিষয়ে অবশ্য কিছু জানাননি ডি’কক।


আরও পড়ুন: আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা


সাদা বলের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার ভরসা ছিলেন ডি’কক। দলের হয়ে ১৪০টি এক দিনের ম্যাচ খেলে ৫৯৬৬ রান করেছেন তিনি। ৪৪.৮৬ গড় ও ৯৬.০৮ স্ট্রাইক রেটে রান করেছেন এই বাঁ হাতি ক্রিকেটার। ১৭টি শতরান করেছেন তিনি।


জেবি/এসবি