সিসিইউতে আফজাল হোসেন
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১:১০ পূর্বাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৩
নিউমোনিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা আফজাল হোসেন।
সোমবার (৫ সেপ্টেম্বর) রাতে শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউ-তে নেওয়া হয়। এখন তিনি ভালো আছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
আফজাল হোসেনের ঘনিষ্ট বন্ধু ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর সংবাদমাধ্যমকে এসব কথা জানান।
আরও পড়ুন: অভিনয়ের আগে কোন পেশায় ছিলেন কিয়ারা?
তিনি বলেন, আফজাল হোসেনের শারীরিক অবস্থা এখন আগের চেয়ে ভালো। আশা করছি, আজকালের (মঙ্গলবার-বুধবার) মধ্যে হাসপাতাল থেকে তিনি ছাড়া পাবেন।
আরও পড়ুন: আমার বাবার অনেক টাকা: প্রিয়ন্তী
এর আগে হার্ট অ্যাটাক ও নিউমোনিয়ায় আক্রান্ত আফজাল হোসেন সোমবার রাতে অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
জেবি/এসবি