সিসিইউতে আফজাল হোসেন


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১:১০ পূর্বাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৩


সিসিইউতে আফজাল হোসেন
আফজাল হোসেন

নিউমোনিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা আফজাল হোসেন।


সোমবার (৫ সেপ্টেম্বর) রাতে শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউ-তে নেওয়া হয়। এখন তিনি ভালো আছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।


আফজাল হোসেনের ঘনিষ্ট বন্ধু ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর সংবাদমাধ্যমকে এসব কথা জানান। 


আরও পড়ুন: অভিনয়ের আগে কোন পেশায় ছিলেন কিয়ারা?


তিনি বলেন, আফজাল হোসেনের শারীরিক অবস্থা এখন আগের চেয়ে ভালো। আশা করছি, আজকালের (মঙ্গলবার-বুধবার) মধ্যে হাসপাতাল থেকে তিনি ছাড়া পাবেন।


আরও পড়ুন: আমার বাবার অনেক টাকা: প্রিয়ন্তী


এর আগে হার্ট অ্যাটাক ও নিউমোনিয়ায় আক্রান্ত আফজাল হোসেন সোমবার রাতে অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।


জেবি/এসবি