নানা আয়োজনে ইবিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০৪:০৭ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৩
প্রতিমা স্থাপন, পূজা অর্চনা ও পুষ্পাঞ্জলী, শোভাযাত্রা, ধর্মালোচনা, প্রসাদ বিতরণ ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্যে দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে জন্মাষ্টমী মহোৎসব পালন করা হয়েছে। ঢোল-তবলা বাজিয়ে শ্রীকৃষ্ণের নাম-গানের মাধ্যমে ধরাধমে তাঁর আগমনকে স্বাগত জানান ভক্তবৃন্দ।
বুধবার (৬ সেপ্টেম্বর) পূজা উদযাপন পরিষদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। এসময় শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের আলোচনা সভায় সমবেত হয়।
শুভ্র সরকার রুদ্র ও শাপলা বিশ্বাসের সঞ্চালনায় এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ড. তপন কুমার রায়ের সভাপতিত্বে এসময় ধর্মালোচনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায় এবং সাবেক প্রক্টর এবং আইসিটি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ।
এসময় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক স্বপ্না রাণী বিশ্বাস।
এছাড়াও ধর্মালোচক হিসেবে উপস্থিত ছিলেন বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মিলন বসু এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. অরবিন্দ সাহা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আরএক্স/