১৯৩ রানে অলআউট বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ০৬:৪২ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৩

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ১৯৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। জয়ের জন্য পাকিস্তানকে করতে হবে ১৯৪ রান। শুরুর ধাক্কা সামলে নিয়েছিলেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। সাকিব ও মুশফিক ছাড়া দলের জন্য কোনো ব্যাটারই তেমন অবদান রাখতে পারেনি।
বুধবার (৬ সেপ্টেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেন সাকিব আল হাসান। কিন্তু ব্যাটিং বান্ধব উইকেটে আট ব্যাটার নিয়েও বিপর্যয় সামলে সংগ্রহ বড় করতে পারেনি তার দল। শুরুতে বিপর্যয়ের পর শেষে বিপর্যয়ে পড়ে অলআউট হয়েছে তার দল।
এদিন নাঈম শেখের সঙ্গে ওপেনিং করেন মেক শিফট ওপেনার মিরাজ। কিন্তু দ্বিতীয় ওভারে নাসিম আহমেদের প্রথম বলেই ক্যাচ দেন তিনি। গোল্ডেন ডাক মারেন এই ডানহাতি অলরাউন্ডার। জ্বর থেকে সুস্থ হয়ে লাহোরে গিয়ে তিনে ব্যাটিং করেন লিটন দাস। কিন্তু শান্তর অভাব পূরণ করতে পারেননি তিনি। বাইরের বলে ব্যাট দিয়ে ফিরে যান ১৩ বলে চারটি চারের শটে ১৬ রান করে।
এরপর ওপেনার নাঈম ২৫ বলে ২০ রান করে পুল শট খেলতে গিয়ে ত্রিশ গজের মধ্যে ক্যাচ দেন। তার ব্যাট থেকে ৪টি চারের শট আসে। পাঁচে নামা হৃদয় ২ রানে বোল্ড হলে ৪৭ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে ফিফটি করে সাকিব দলের ১৪৭ রানে আউট হন। তার ব্যাট থেকে আসে ৫৭ বলে ৫৩ রান। পুল খেলতে গিয়ে সীমানায় ধরা পড়েন তিনি।
জেবি/এসবি