নিক পোথাস বললেন, পালাবদলের মধ্য দিয়ে যাচ্ছে আমাদের দল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১২:৫৮ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৩

পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে শুরুটা খুবই খারাপ ছিল তাই শেষটাও ভালো হয়নি টাইগারদের। ১২ ওভার বাকি থাকতে দুইশ’র নিচে রানে থেমেছে বাংলাদেশের ইনিংস। মাঠও ছাড়তে হয়েছে বড় হার নিয়ে। সব মিলিয়ে বাংলাদেশ দল পালাবদলের মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সহকারী কোচ নিক পোথাস।
শুধু তাই নয়, বাংলাদেশ দল সঠিক কম্বিনেশন খোঁজার চেষ্টা করছে বলেও জানান এই দক্ষিণ আফ্রিকান কোচ।
আরও পড়ুন: এশিয়া কাপ: সুপার ফোরে কার খেলা কবে?
তিনি বলেন, “আমরা যেটার দিকে মুখিয়ে আছি সেটা হচ্ছে ধারাবাহিকতা। আমরা ক্যান্ডিতে ভালো ব্যাট করিনি, আবার লাহোরে আফগানিস্তানের বিপক্ষে খুব ভালো ব্যাট করেছি। আজ রাতে (বুধবার) আবার প্রয়োগ করতে পারিনি ব্যাটিংয়ে। আমরা নিজেদের জন্য সঠিক সমন্বয় খুঁজে বের করার চেষ্টা করছি। আমাদের দলটা পালাবদলের মধ্য দিয়ে যাচ্ছে। আমাদের কিছু ধারাবাহিকতা দরকার, এটাই আপাতত লক্ষ্য।”
আরও পড়ুন: বিশ্বকাপে শক্তিশালী দল ঘোষণা করল অস্ট্রেলিয়া
টস জিতে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ ৩৮.৪ ওভারে ১৯৩ রানে অলআউট হয়ে যায়। পরে রান তাড়া করতে নেমে পাকিস্তান ৩৯.৩ ওভারে ৭ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায়।
জেবি/এসবি