প্রধানমন্ত্রীকে বিশ্বনেতাদের সঙ্গে সাক্ষাতে উৎসাহিত করেছেন মোদী: পররাষ্ট্রমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১২:৪৫ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৩


প্রধানমন্ত্রীকে বিশ্বনেতাদের সঙ্গে সাক্ষাতে উৎসাহিত করেছেন মোদী: পররাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, জি-২০ সম্মেলনের পুরোটা সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বনেতাদের সঙ্গে দেখা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎসাহিত করেছেন। 


ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। 


এসময় জি-২০ সম্মেলনে বাংলাদেশকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোয় মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।


আরও পড়ুন: আজ ঢাকায় আসছেন ফরাসি প্রেসিডেন্ট


তিনি বলেন, “বাংলাদেশকে ব্যাপক সম্মানিত করেছে ভারত। আমরা খুবই গর্বিত। প্রধানমন্ত্রীও (শেখ হাসিনা) বলেছেন, অতিথি দেশ হিসেবে আমন্ত্রণ জানিয়ে আমাদের সম্মানিত করা হয়েছে এবং আমরা ভারতের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। গ্লোবাল সাউথের সমস্যাগুলো উত্থাপন করার জন্য আমাদের সম্মান ও বিশেষ অধিকার দিয়েছে তারা।”


আরও পড়ুন: দিল্লি থেকে বিকেলে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী


পররাষ্ট্রমন্ত্রী জানান, “সম্মেলনের পুরোটা সময় শেখ হাসিনাকে অন্যান্য বিশ্বনেতাদের সঙ্গে দেখা করতে উৎসাহিত করেছেন নরেন্দ্র মোদি।”


জেবি/এসবি