Logo

হজ টিকিটের চাহিদা দিতে নিয়মভঙ্গ, এজেন্সিগুলোকে মন্ত্রণালয়ের চিঠি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ জানুয়ারি, ২০২৬, ১৯:৫১
হজ টিকিটের চাহিদা দিতে নিয়মভঙ্গ, এজেন্সিগুলোকে মন্ত্রণালয়ের চিঠি
ছবি: সংগৃহীত

হজ ২০২৬ আয়োজনকে সামনে রেখে বিমান টিকিটের চাহিদা পাঠানোর ক্ষেত্রে নির্ধারিত হজ প্যাকেজ ও গাইডলাইন অনুসরণ করেনি কয়েকটি লিড এজেন্সি। এ অবস্থায় সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে দ্রুত ত্রুটি সংশোধন করে এয়ারলাইন্সের কাছে নতুন করে সঠিক চাহিদা পাঠানোর নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

সম্প্রতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে ২০২৬ সালের হজ কার্যক্রমে যুক্ত সব লিড এজেন্সির স্বত্বাধিকারী, ব্যবস্থাপনা পরিচালক ও অংশীদারদের কাছে এ বিষয়ে লিখিত নির্দেশনা পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, ‘হজ প্যাকেজ ও গাইডলাইন-২০২৬’ অনুসরণ করে নির্ধারিত নিয়মে এয়ারলাইন্স বরাবর বিমান টিকিটের চাহিদা পাঠানোর জন্য আগেই লিড এজেন্সিগুলোকে অনুরোধ জানানো হয়েছিল। তবে এয়ারলাইন্সে পাঠানো চাহিদাপত্রের অনুলিপি যাচাই করে দেখা যায়, কয়েকটি এজেন্সি মন্ত্রণালয়ের নির্দেশনা ও অনুমোদিত গাইডলাইন যথাযথভাবে মানেনি।

বিজ্ঞাপন

এ কারণে যেসব লিড এজেন্সি নির্ধারিত নিয়ম অনুসরণ না করে টিকিটের চাহিদা পাঠিয়েছে, তাদেরকে তা সংশোধন করে দ্রুত সময়ের মধ্যে পুনরায় এয়ারলাইন্সের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় চিঠিতে বিষয়টিকে জরুরি হিসেবে উল্লেখ করে জানিয়েছে, হজ কার্যক্রম সুষ্ঠু ও সময়মতো সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব এজেন্সিকে হজ প্যাকেজ ও গাইডলাইনের প্রতিটি নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD