Logo

নির্বাচন প্রস্তুতি জানতে চায় সুইডেন, বুধবার মিলবে চূড়ান্ত প্রার্থীর হিসাব

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ জানুয়ারি, ২০২৬, ১৯:৩৪
নির্বাচন প্রস্তুতি জানতে চায় সুইডেন, বুধবার মিলবে চূড়ান্ত প্রার্থীর হিসাব
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনের (ইসি) সার্বিক প্রস্তুতি, পরিকল্পনা ও করণীয় সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহ প্রকাশ করেছে সুইডেন। ঢাকায় নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত ও ফার্স্ট সেক্রেটারির সঙ্গে বৈঠকে কমিশনের পক্ষ থেকে নির্বাচন আয়োজনের প্রস্তুতি, আপিল শুনানির অগ্রগতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার মোকাবিলায় নেওয়া উদ্যোগগুলোর কথা তুলে ধরা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ জানুয়ারি) নির্বাচন ভবনে অনুষ্ঠিত ওই বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, সুইডিশ কূটনীতিকরা মূলত নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি এবং নির্বাচন কমিশন কীভাবে প্রস্তুতি নিচ্ছে, সে বিষয়ে জানতে এসেছিলেন। বৈঠকে কমিশনের গৃহীত বিভিন্ন প্রস্তুতি, সদ্য শেষ হওয়া আপিল শুনানির প্রক্রিয়া এবং নির্বাচনকালীন ব্যবস্থাপনা সম্পর্কে তাদের অবহিত করা হয়।

বিজ্ঞাপন

সিনিয়র সচিব বলেন, বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার কীভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে, সে বিষয়ে সুইডেনের প্রতিনিধিরা গভীর আগ্রহ দেখিয়েছেন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ইসি সক্রিয়ভাবে কাজ করছে।

বৈঠকে সুইডেনের পক্ষ থেকে নির্বাচনে কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন আছে কি না, সে বিষয়েও প্রশ্ন করা হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনায় কমিশনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের জন্য একটি সুস্পষ্ট ও সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

প্রার্থিতা প্রত্যাহার প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা নির্ধারিত ছিল। সারাদেশ থেকে প্রত্যাহারের তথ্য সংগ্রহ ও সংকলনে কিছুটা সময় লাগবে। ফলে চূড়ান্তভাবে কতজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেই সংখ্যা আগামীকাল বুধবার জানা যাবে।

এদিকে নির্বাচন কমিশন নির্বাচন সংক্রান্ত সার্বিক বিষয় নিয়ে আগামী ২৫ জানুয়ারি একটি বড় পরিসরের প্রেস ব্রিফিং আয়োজন করবে বলেও জানান ইসির সিনিয়র সচিব।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD