Logo

শহীদ ওসমান হাদির পরিবারকে ঢাকায় ফ্ল্যাট দিচ্ছে সরকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ জানুয়ারি, ২০২৬, ২১:০১
শহীদ ওসমান হাদির পরিবারকে ঢাকায় ফ্ল্যাট দিচ্ছে সরকার
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির পরিবারের জন্য রাজধানী ঢাকায় একটি ফ্ল্যাট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ উদ্দেশ্যে বিশেষ অনুদান হিসেবে এক কোটি টাকা বরাদ্দের অনুমোদন দেওয়া হয়েছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

সূত্র জানায়, ঢাকার লালমাটিয়ায় অবস্থিত সরকারি দোয়েল টাওয়ারে ১২১৫ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট ক্রয় ও তা সুসজ্জিত করার জন্য এই অর্থ ব্যয় করা হবে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের চলতি অর্থবছরের আবাসিক ভবন খাতে বরাদ্দ রাখা ছয় কোটি টাকা থেকেই এ অর্থ ব্যয় করা হবে।

এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে অর্থ বরাদ্দের অনুমোদন দেওয়া হয়েছে। তবে ফ্ল্যাট হস্তান্তরের ক্ষেত্রে শহীদ ওসমান হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় যথাযথভাবে যাচাই ও নিশ্চিত করার শর্ত আরোপ করা হয়েছে।

বিজ্ঞাপন

বরাদ্দসংক্রান্ত শর্তাবলীতে উল্লেখ করা হয়েছে, অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারের প্রচলিত সব আর্থিক বিধি-বিধান ও নিয়মকানুন কঠোরভাবে অনুসরণ করতে হবে। পাশাপাশি বরাদ্দকৃত অর্থ ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে অন্তর্ভুক্ত করতে হবে এবং কোনো অর্থ অব্যয়িত থাকলে তা আগামী ৩০ জুনের মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে হবে।

উল্লেখ্য, এর আগে শহীদ ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে চুক্তিভিত্তিকভাবে দ্বিতীয় সচিব পদে নিয়োগ দেয় সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন গত ১৫ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD