Logo

জামায়াতসহ চার রাজনৈতিক দলকে সতর্কবার্তা দিয়েছে ইসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ জানুয়ারি, ২০২৬, ২১:০৯
জামায়াতসহ চার রাজনৈতিক দলকে সতর্কবার্তা দিয়েছে ইসি
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ চারটি রাজনৈতিক দলকে সতর্কবার্তা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত সময়ের আগে নির্বাচনি প্রচারণা চালানোর অভিযোগে এসব দলের শীর্ষ নেতাদের কাছে লিখিতভাবে সতর্কতা পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ জানুয়ারি) নির্বাচন কমিশনের পাঠানো চিঠি সূত্রে জানা যায়, জামায়াতে ইসলামীর আমির, খেলাফত মজলিসের আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়কের কাছে পৃথকভাবে এ সতর্কবার্তা পাঠানো হয়েছে।

ইসির চিঠিতে উল্লেখ করা হয়, প্রধান নির্বাচন কমিশনারের কাছে দাখিল করা অভিযোগ অনুযায়ী— ২১ জানুয়ারির আগে নির্বাচনি প্রচারণা নিষিদ্ধ থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট চারটি রাজনৈতিক দল প্রচারণা অব্যাহত রেখেছে। এ ধরনের কর্মকাণ্ড রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন।

বিজ্ঞাপন

অভিযোগগুলো পর্যালোচনা শেষে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট রাজনৈতিক দলের প্রধান ও নেতাকর্মীদের নির্ধারিত সময়ের আগে সব ধরনের নির্বাচনি প্রচারণা থেকে বিরত থাকার জন্য সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন। আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে। প্রচার চালানো যাবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। এরপর ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD